মুরকা | আঞ্চলিক ভাষার শব্দ

মুরকা মানে হল স্ত্রী মুরকা বা মুরগি (hen)। আবার রাওয়া মুরকা মানে হল মোরগ (cock) বা পুরুষ মুরকা। আঞ্চলিক ভাষার এ শব্দ ভোলা জেলাসহ বরিশাল অঞ্চলে গ্রামের লোকমুখে প্রচলিত রয়েছে। উদাহরণস্বরূপ- আমি মুরকা (মুরগি বা মোরগ) জবাই করলাম।                   

Comments

Popular Posts

কিরপিন্নে | আঞ্চলিক ভাষার শব্দ

Dhananjay Math | Cumilla