এক নজরে বাংলাদেশ

 বাংলাদেশকে জানতে আগ্রহী প্রার্থী ও অন্যান্য পাঠকদের জন্য এক নজরে বাংলাদেশ সম্পর্কে নিচে তুলে ধরা হল:-

১. বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে - ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

২. সরকারি নাম - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

৩. রাজধানী - ঢাকা।

৪. সরকার ব্যবস্থা - সংসদীয় সরকার।

৫. রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন - রাষ্ট্রপতি।

৬. সরকার প্রধানের দায়িত্ব পালন করেন - প্রধানমন্ত্রী।

৭. ভৌগোলিক অবস্থান - ২০°৩৪´ উত্তর থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ পূর্ব থেকে ৯২°৪১´পূর্ব দ্রাঘিমাংশ।

৮.  আয়তন - ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।

৯. অবস্থান - পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য ও মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

১০. আন্তর্জাতিক স্থলসীমার দৈর্ঘ্য - প্রায় ২,৪০০ কি.মি., এর মধ্যে ৯২% ভারতের সাথে এবং বাকি ৮% মায়ানমারের সাথে। উপকূলীয় সীমারেখার দৈর্ঘ্য ৪৮৩ কি.মি. এর অধিক।

১১. ভূ-খন্ডগত সমুদ্রসীমা - উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল (২২.২২ কি.মি.) পর্যন্ত।

১২. অর্থনৈতিক সমুদ্রসীমা - উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কি.মি.) পর্যন্ত ।

১৩. প্রশাসনিক একক  বিভাগ - ৮ টি: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

১৪. জেলার সংখ্যা - ৬৪টি।

১৫.বাংলাদেশের ভূখন্ড - মূলত গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীগঠিত বদ্বীপের সমন্বয়ে সৃষ্ট।

১৬. সর্বোচ্চ শৃঙ্গ - বিজয় (তাজিং ডং), এর উচ্চতা ১,২৮০ মিটার এবং এটি রাঙ্গামাটি জেলার সাইচল পর্বতে।

১৭.  বৃহৎ নদীপ্রণালী - তিনটি; গঙ্গা-পদ্মা নদীপ্রণালী, ব্রহ্মপুত্র-যমুনা নদীপ্রণালী ও সুরমা-মেঘনা নদীপ্রণালী।

১৮. বাংলাদেশের জলবায়ু - ক্রান্তীয় মৌসুমী।

১৯. পাহাড়পুর বিহার/মহাবিহার - নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়।

২০. মহাস্থানগড় (পুণ্ড্র নগর) - বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।

২১. ওয়ারী-বটেশ্বর - নরসিংদী জেলার বেলাব থানায় অবস্থিত।

২২.  কক্সবাজারের সমুদ্র সৈকত - ১২০ কিলোমিটার দীর্ঘ।

২৩. কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে - সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় দৃশ্য দেখা যায়।

২৪. নৃতাত্ত্বিক বিচারে বাংলাদেশের মানুষ - দ্রাবিড়, প্রোটো-অস্ট্রালয়েড, মঙ্গোলীয় এবং আর্যদের সংকর।

২৫. বাংলাদেশে - প্রায় ৪৫টি উপজাতি সম্প্রদায় রয়েছে; এদের মধ্যে চাকমা, গারো, হাজং, খাসিয়া, মগ, সাঁওতাল, রাখাইন, মণিপুরী, মুরং উল্লেখযোগ্য।

২৬. রাষ্ট্রীয় ভাষা - বাংলা এবং ইংরেজি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাষা।

২৭.  প্রধান সমুদ্রবন্দর - ২টি;  চট্টগ্রাম এবং মংলা সমুদ্রবন্দর।

২৮. জাতীয় ফুল - শাপলা।

২৯. জাতীয় ফল - কাঁঠাল

৩০. জাতীয় পাখি - দোয়েল।

৩১. জাতীয় মাছ  - ইলিশ।

৩১. জাতীয় গাছ  - আম।

৩২. জাতীয় প্রাণী  - বাঘ বা বেঙ্গল টাইগার বা রয়েল বেঙ্গল টাইগার। [সংকলিত]

Comments

Popular Posts

কিরপিন্নে | আঞ্চলিক ভাষার শব্দ

Dhananjay Math | Cumilla

Isostasy Theory of Aren Diacen Pratt (A. D. Pratt)