তলোয়ার

তলোয়ার হলো একটি প্রান্তীয় ধারালো অস্ত্র, যা সোজা কিংবা বাঁকানো হতে পারে। তলোয়ারের আকার-আকৃতি, সংজ্ঞা, এবং ঐতিহাসিক যুগ ভৌগোলিক অঞ্চল অনুসারে ভিন্নতা রয়েছে।


ঐতিহাসিক তথ্যসূত্র অনুযায়ী, তলোয়ার ব্রোঞ্জ যুগে বিকশিত হয়েছিল বলে জানা যায় (?)। ছোরা থেকে বিবর্তিত হয়ে তলোয়ারের প্রাচীনতম নমুনাগুলো প্রায় ১৬০০ খ্রিস্টপূর্বাব্দের। পরবর্তী লৌহ যুগের তলোয়ার ছিল ক্রস গার্ড ছাড়া এবং আকারে ছোট। পরবর্তী রোমান সেনাবাহিনীতে বিকশিত হওয়ার সাথে সাথে স্পাথা (ধারালো অস্ত্র) মধ্যযুগের ইউরোপীয় তলোয়ারের পূর্বসূরী হয়ে উঠে।

আরব সাইফ, ফার্সি শমসের, তুর্কি কিলিজ এবং আফগান পুলয়ারের মতো তলোয়ারগুলো মধ্য এশিয়ার তুরস্কের উন্নত বাঁকানো অস্ত্র থেকে উদ্ভূত হয়েছে বলে জানা যায়। উপমহাদেশের অন্যতম প্রাচীন অস্ত্র এ তলোয়ার আধুনিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ও আফগানিস্তানেও পাওয়া যায়।

Image: wikipedia.org


Comments

Popular Posts

Isostasy Theory of Aren Diacen Pratt (A. D. Pratt)

কিরপিন্নে | আঞ্চলিক ভাষার শব্দ

Dhananjay Math | Cumilla